Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র
বিস্তারিত

নিজামকান্দি ইউনিয়নের ফলসী বাজারে অবস্থিত। পাশে সরকারী প্রামারী স্কুল।

ছবি
label.column.field_office_cism

কি সেবা কিভাবে পাবেন:

১ । পরিবার পরিকল্পনা সেবা  ।

২ । শিশু ০-৫ বছর বয়সের শিশু সেবা

৩ । গর্ভবতী মায়েদের সেবা

৪ । প্রসূতী মায়েদের সেবা

৫ । প্রজনন স্বাস্থ্য সেবা

৬ । টিকা দান কর্মসূচী

৭ । সাধারন রোগী সেবা

৮ । স্বাস্থ্য শিক্ষা সেবা

উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

 

* ডায়রিয়া রোগীদের জন্য ও আরএস সরবরাহ করা হয়।

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার:

সেবা গ্রহিতা যে সকল সেবা পাওয়ার অধিকার সংরক্ষণ করেন

১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।

৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন

ট্যাবলেট সরবরাহ করা হয়।

৪. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমেরআওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয়

এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।

৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমেরআওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।

৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।

৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

কার্যক্রমপরিচালনা করা হয়।

৮. প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।

৯. আগত রোগী ও তাদের আত্মীয়স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট

চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।

সাধারণ তথ্য

অত্র অফিসের নিজস্ব কোন প্রকল্প নেই। তবে বিভিন্ন সংস্থার প্রকল্প গুলো এই অফিসের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। প্রকল্প সমূহ যথাক্রমে :-

১। ব্র্যাক পরিচালিত যক্ষা প্রতিরোধ কর্মসূচী।

২। এনভেঞ্জার হেলথ ও মায়ের হাসি মাঠ সেবা কার্যক্রম।

৩। মাসিক টিকাদান এবং ইপিআই কর্মসূচী।

label.column.field_projects

গুরুত্বপূর্ন প্রকল্পসমূহ:

অত্র অফিসের নিজস্ব কোন প্রকল্প নেই। তবে বিভিন্ন সংস্থার প্রকল্প গুলো এই অফিসের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে।

প্রকল্প সমূহ যথাক্রমে :-

১। ব্র্যাক পরিচালিত যক্ষা প্রতিরোধ কর্মসূচী।

২। এনভেঞ্জার হেলথ ও মায়ের হাসি মাঠ সেবা কার্যক্রম।

৩। মাসিক টিকাদান এবং ইপিআই কর্মসূচী।

যোগাযোগ

কাশিয়ান এবং গোপালগঞ্জ থেকে আসার সময় গোপিনাথপুর বাসস্টাডে নামতে হবে এর পর হোন্ডা, ভ্যান, অটো গাড়িতে উঠে ফলসীর বাজার নামতে হবে এর পর জিজ্ঞাসা করলে সবাই দেখাইয়া দেবে ।

 

নিজামকান্দি উপস্বাস্থ্য কেন্দ্র:

 

ক্রমিক নংনামপদবীমোবাইল নং
কৃষ্ণপদ ভৌমিকডিপ্লোমা ইন ফার্মেসী01819912129
নাইমা খাতুনউপ-সহকারী কমিউনিটি মেডিকাল অফিসার01743103407