Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
এক নজরে নিজামকান্দি ইউনিয়ন।
বিস্তারিত

নিজামকান্দি ইউনিয়নে আপনাকে স্বাগতম।

ঐতিয্যবাহী নিজামকান্দি ইউনিয়ন ৪টি গ্রাম নিয়ে গঠিত, ফলসী,নিজামকান্দি,তালতলা,নিশ্চিন্তুপুর এবং ৯টি ওয়ার্ড।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার অর্ন্তরভূক্ত একটি ইউনিয়ন। আমাদের এ ইউনিয়ন বিল এবং কৃ্ষি সমৃদ্ধ একটি ইউনিয়ন। চারপাশে বিস্মৃত আছে সুবিশাল কৃষি জমি,বিল ঝিল মাঝ খানে আবাস স্থল।উপরের চিত্রটিতে  আমাদের ইউনিয়নের বেশ কয়েকটি দর্শনীয় স্থান তুলে ধরা হয়েছে, ঐতিহ্যবাহী আমাদের নিজামকান্দি উচ্চ বিদ্যালয়,সরকারি পরিবার কল্যাণ স্বাস্থ্য কমপ্লেক্স, ঐতিহ্যবাহী মল্লিক বাড়ি, নিশ্চিন্ত পুরের বড় বাড়ি, নিশ্চিন্তপুরে শাপলা ও পদ্ম বিল,  এছাড়া আর রয়েছে আমাদের প্রাথমিক বিদ্যালয়, ঐতিহ্যবাহী ফলশিরহাট। এ সকল স্থাপনা এবং  দর্শনীয় স্থান মিলে গঠিত আমাদের নিজামকান্দি ইউনিয়ন।