নিজামকান্দি ইউনিয়নে তেমন উল্লেখযোগ্য কোন নদী নেই । তবে বিশিষ্ট্য ব্যক্তি চন্দ্র বোস দুটি খাল কেটে গেছেন একটি নিজামকান্দি ইউনিয়নের ফলসীর বাজারের পাশ দিয়ে উত্তর দিক দিয়ে ফলসী উত্তর পাড়া হয়ে রামদিয়া হইতে যে খালটা নিজামকান্দি ইউনিয়নের পূর্ব পাশদিয়ে বয়ে গেছে সেই খালে গিয়ে মিশেছে। আর একটি খাল ফলসীর বাজার থেকে পূর্বদিক দিয়ে নিজামকান্দি দক্ষিন পাড়ার ভিতর দিয়ে এবং নিজামকান্দি হাইচ্-স্কুল, বাজারের পাশদিয়ে, নিাজামকান্দি পূর্বপাড়ার মধ্যেদিয়ে রামদিয়ার ঐ খালের সাথে মিশেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস